খেলাধুলা শুধু শরীর চর্চার বিষয় নয় একটা পেশাদার কোর্স : অনুপকুমার

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : খেলাধূলা এখন শুধু শরীর চর্চার বিষয় নয় একটা পেশাদার কোর্স হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু ভাল পড়াশোনার জন্যই যে চাকরি হয় তা নয়, ভাল খেলাধুলার জন্য ভারতবর্ষে অসংখ্য ছেলে মেয়ের সরকারি চাকরি হয়েছে। শুক্রবার শিলচর রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার তথা শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ড. অনুপকুমার রায়।

রাধামাধব কলেজে ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ____

এদিন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তীর পৌরহিত্যে কলেজ প্রেক্ষাগৃহে গেমস অ্যান্ড স্পোর্টস সেলের উদ্যোগে সপ্তাহকালব্যাপী চলা ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. অনুপকুমার রায় আরও বলেন, বর্তমান সরকার খেলাধূলার প্রতি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্তরে খেলো ইণ্ডিয়া এবং রাজ্যস্তরে খেল মহারণের মতো বড় মাপের ইভেন্ট আয়োজন করে সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার প্রয়াস করছে। তিনি বলেন, খেল মহারণ থেকে প্রচুর সম্ভাবনাময় খেলোয়াড় উঠে এসেছে। এবার যেভাবে তারা শিলচর স্পোর্টিং ক্লাব মাঠ প্রদান করে সহযোগিতা করেছেন আগামীদিনেও রাধামাধব কলেজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান অনুপকুমার রায়।

খেলাধুলা শুধু শরীর চর্চার বিষয় নয় একটা পেশাদার কোর্স : অনুপকুমার

এদিকে রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দেবাশিস সোম বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার খেলাধুলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ আজ পৃথিবীর মধ্যে পঞ্চম অর্থনীতির দেশ হিসাবে পরিগণিত হয়েছে যা অত্যন্ত গৌরবের বিষয়। ভারতবর্ষের কোন প্রতিনিধি যখন বিদেশে যান তখন তাকে রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো হয় অন্যদিকে ভারতবর্ষ জি-টুয়েন্টির আয়োজন করছে এবং নেতৃত্ব দিচ্ছে গোটা বিশ্বকে এটা কম কথা নয় বলে মন্তব্য করেন দেবাশিস সোম। ভারতবর্ষে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অমৃতকাল চলছে এবং এই সময়ে এসব আমাদের কাছে বিরাট প্রাপ্তি। দেবাশিসবাবু ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানান। তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বৈভবশালী রাষ্ট্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান এবং এটাকে তাদের কর্তব্য তথা সামাজিক দায়বদ্ধতা হিসাবে উল্লেখ করেন। মহিলা ফুটবলার সীমা বাগদির ক্রীড়াশৈলীর ভূয়শী প্রশংসা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সীমার নেতৃত্বে রাধামাধব কলেজ থেকে একটি মহিলা ফুটবল টিমকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। 

এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষা ড. অসীমা রায়। তাছাড়াও রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. কালীপদ দাশ, আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য ড. নবনিতা দেবনাথ, পিটার নোয়া রংমাই ও রাজদীপ অধিকারী, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ ও উজ্জ্বল কর্মকার সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইকিউএসির সহকারী কো-অর্ডিনেটর অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য। গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী। ক্রীড়া সপ্তাহকে সফল রূপ প্রদান করতে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলা পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি অনুপকুমার রায় সহ শিলচর স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানায় কলেজ কর্তৃপক্ষ।  

উল্লেখ্য, এদিন দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী।

Author

Spread the News