জনতা কলেজে গ্রামীণ মহিলাদের নিয়ে ক্রীড়া উৎসব

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : হীরক জয়ন্তীকে সামনে রেখে মঙ্গলবার কাবুগঞ্জ জনতা কলেজে গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। মূলতঃ কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস পালের উদ্যোগেই এদিন কলেজের পার্শ্ববর্তী অঞ্চলের মহিলাদেরকে কলেজের সাথে যুক্ত করেই ছিল এই আয়োজন। এর আগে ইকো এসডিজি চ্যাম্পিয়নশীপে কলেজের অংশগ্রহণে গ্রামীণ মহিলাদের নিয়ে কাপড়ের ব্যাগ তৈরির প্রতিযোগিতা হয় গত সেপ্টেম্বর মাসে।

এদিনের মহিলা ক্রীড়া উৎসবে দৌঁড় প্রতিযোগিতা, রশি টানা, মিউজিক্যাল চেয়ার, ব্লাইণ্ড হিট সহ অন্যান্য ইভেন্টে মহিলারা কলেজ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষা মিসেস সুজাতা পালিত ও মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান উষারাণি শর্মা। সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুন্নি দেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ্তা খেরশা, হিন্দী বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমা নাথ মজুমদার প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠানের দিন প্রদান করা হবে বলে এক প্রেস বিবৃতিতে কাবুগঞ্জ জনতা কলেজের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান  মুন্নি দেব মজুমদার জানিয়েছেন। 

Author

Spread the News