কাটিগড়া মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা পরিমলের
বরাক তরঙ্গ, ১৭ মে : বিজেপি কার্যকর্তাদের নিয়ে কাটিগড়ায় বিশেষ সাংগঠনিক সভা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার কাটিগড়া মণ্ডলের উদ্যোগে আয়জিত সভায় পরিমল শুক্লবৈদ্য প্রত্যেক কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ২০২৪ য়ের লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য।
এদিনের সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচান্দ জৈন, কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি বিশলাক্ষ্য দেব, কাটিগড়া কেন্দ্রের ইনচার্জ সুখেন্দু কর সহ মণ্ডল কমিটির সদস্য সদস্যা, মোর্চা সভাপতি, শক্তিকেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ট কার্যকর্তারা উপস্থিত ছিলেন।