ভোটারের বিশেষ নিবিড় পুনঃপরীক্ষণ (Special Intensive Revision) গুরুত্বপূর্ণ নির্দেশনা
১৩ আগস্ট : ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই (আগস্ট) মাস থেকে অসমে শুরু হবে ভোটারের বিশেষ নিবিড় পুনঃপরীক্ষণ (SIR)। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি করে ফর্ম পূরণ করাবেন এবং নিচে উল্লিখিত নথিপত্র সংগ্রহ করবেন।
পুনঃপরীক্ষণে জমা দেওয়া ফর্মটির একটি কপি নিজের কাছে রাখুন।পুনঃপরীক্ষণে পূরণ করা ফর্ম জমা দিতে ভুলবেন না, জমা না দিলে ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হবে।
এই প্রক্রিয়া তিনটি স্তরে হবে—
১) ১৯৮৭ সালের জুলাই মাসের আগে জন্ম নেওয়া ভোটাররা
ক) নিজের যেকোনো পরিচয়পত্র।
খ) নিজের নাম থাকা ২০০৫ সালের ভোটার তালিকা।
২) ১৯৮৭ সালের জুলাই মাস থেকে ২০০২ সালের ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া ভোটাররা
ক) নিজের যেকোনও পরিচয়পত্র।
খ) জন্ম প্রমাণপত্র।
গ) বাবা বা মার পরিচয়পত্র।
ঘ) নিজের অথবা বাবা/মার নাম থাকা ২০০৫ সালের ভোটার তালিকা।
৩) ২০০২ সালের পর জন্ম নেওয়া ভোটাররা
ক) নিজের যেকোনও পরিচয়পত্র
খ) জন্ম প্রমাণপত্র।
গ) মা ও বাবার উভয়ের পরিচয়পত্র।
ঘ) মা/বাবার নাম থাকা ২০০৫ সালের ভোটার তালিকা।
(তবে স্থানীয় বিএলও বা ইলেকশন কমিশন কার্যালয় থেকে ভাল করে জেনে নেবেন)