সিন্দুরায় তলিয়ে যাওয়া সৌভিকের দেহ ভেসে উঠল গুমড়ায়
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : সিন্দুরায় নদীতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের দেহ উদ্ধার হল। চারদিন পর বুধবার গুমড়ার কাছে নদীতে ভেসে ওঠে বদরপুরের সৌভিকের দেহ। এদিন সকালে গুমড়ার খেলমায় নদীতে ভাসতে দেখা যায় তাঁর দেহ।
গত রবিবার বেলা ২টা নাগাদ বদরপুর ও ভাঙ্গা এলাকার সাত বন্ধু কালাইন নদী পাথর কুয়ারিতে স্নান করতে যায়। রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয়। নদীতে স্নান করতে গিয়ে স্রোতে ভাসিয়ে নিয়ে যায় ২৪ বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষ। তাকে বাঁচানোর জন্য বন্ধু সৌভিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সৌভিক ঝাঁপ দেওয়া মাত্রই সে নদী গর্বে তলিয়ে যায়। তখন বাকি পাঁচ বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যু কোলে ঢলে পড়ে, আর শেষ চেষ্টা করেও সৌভিককে উদ্ধার করতে পারিনি বন্ধুরা। এরপর এসডিআরএফ অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান পায়নি। চারদিন পর ভেসে ওঠে তার দেহ।
