পিকনিক নিয়ে এসওপি জারি, নিষিদ্ধ মদ পান

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : বছর শেষে বা নয়া বছরকে স্বাগত জানিয়ে বন্ধু বান্ধব, পরিবার নিয়ে অনেকেই বনভোজন করে থাকেন। বাহন নিয়ে ঐতিহ্যবাহী বা পিকনিক স্পট রওয়ানা দেন। আর এই আনন্দ কোন কোন সময় বিষাদে পরিণত হয়। তাই পিকনিক সংক্রান্ত অসম পুলিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। পিকনিকের সময় দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করা হয়েছে। পার্কে অ্যালকোহল এবং মাদকদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনও বনভোজনকারী মদ পান করতে পারে না।

পিকনিকের গাড়িতে কোনও অতিরিক্ত বোঝা থাকবে না। অনেক সময় দেখা যায় যে গাড়িতে অতিরিক্ত লোক বিপজ্জনকভাবে চড়ে। পিকনিকের বাহন হিসাবে পণ্যবাহী বাহন করা যাবে না। পথে জোরে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

পিকনিক নিয়ে এসওপি জারি, নিষিদ্ধ মদ পান

Author

Spread the News