মহাকুম্ভের মোনালিসাকে সিনেমার প্রস্তাব দেওয়া সনোজ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

৩১ মার্চ : ধর্ষণের অভিযোগ পরিচালক সনোজ কুমার মিশ্রকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মহাকুম্ভের জনপ্রিয় মুখ মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সনোজ। এবার ২৮ বছরের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পরিচালককে গ্রেপ্তার করল পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর অভিযোগ, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং টিকটকের মাধ্যমে পরিচালক সনোজের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই সময় তিনি উত্তরপ্রদেশের ঝাঁসিতে থাকতেন। বারবার দেখা করার জন্য জোড়াজুড়ি করতেন তিনি। এমনকী দেখা না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন।
অবশেষে ২০২১ সালে সনোজের সঙ্গে দেখা করেন তরুণী। ১৮ জুন তরুণীকে একটি রিসর্টে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন পরিচালক। শুধু তাইই নয়, তরুণীর কিছু অশালীন ছবি, ভিডিও তোলেন। প্রেমের সম্পর্কে না জড়ালে, সেই ছবি, ভিডিও ফাঁস করার হুমকিও দিয়েছিলেন। তরুণীর অভিযোগ, সিনেমায় অভিনয় থেকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন সনোজ।

এখানেই শেষ নয়। তরুণী পুলিশকে জানিয়েছেন, মুম্বইয়ে গিয়ে তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ানোর জন্য জোর করতেন। সেই সময়ের মধ্যে একাধিকবার তাঁকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন। তিনবার তরুণীর গর্ভপাত করান সনোজ। চলতি বছরে সম্পর্ক ভাঙেন সনোজ। পাশাপাশি হুমকি দেন, যদি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, তাহলে অশ্লীল ভিডিও, ছবি সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন।
পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল টেস্ট করানো। মুজাফফরনগরে জোর করে গর্ভপাতের প্রমাণ পাওয়া গিয়েছে। সনোজ বিবাহিত এবং মুম্বইয়ে পরিবারের সঙ্গে থাকতেন। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
খবর : আজকাল ডট ইন।