বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী সোনিয়া

২১ ফেব্রুয়ারি : রাজস্থান থেকে রাজ্য সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির চুনিলাল ঘারাসিয়া এবং মদন রাঠোরও বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন। মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সংসদীয় সচিব মহাবীর প্রসাদ শর্মা জানিয়েছেন, বিপক্ষেল কেউ না থাকায় এই তিনজনকে জয়ী ঘোষণা করা হল। প্রসঙ্গত, ৩ এপ্রিল রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের মনমোহন সিং এবং বিজেপির ভূপেন্দ্র যাদবের। তৃতীয় আসনটি খালি হয় বিজেপি সাংসদ কিরোদি লাল মিনা পদত্যাগ করায়। তিনি বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পরই পদত্যাগ করেন।

রাজ্যসভায় ২০০ আসনের মধ্যে বর্তমানে ১১৫ টি আসন বিজেপির দখলে। কংগ্রেসের কাছে রয়েছে ৭০ টি আসন। অন্যদিকে রাজস্থানের ১০ টি আসনের মধ্যে কংগ্রেসের হাতে রইল ৬ টি আসন এবং বিজেপির হাতে রইল ৪ টি আসন।

Author

Spread the News