মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী

১৪ ফেব্রুয়ারি : রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন সোনিয়া গান্ধী। মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে ছিলে রাহুল গান্ধী। রাজস্থান থেকে প্রার্থী হলেন সোনিয়া। ২৭ ফেব্রুয়ারি দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন। এর মধ্যে ৯-১০টি আসনে জয়ের মতো জায়গায় রয়েছে কংগ্রেস। তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক।

রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি করা আসন জেতার জায়গায় রয়েছে হাত শিবির। দক্ষিণের দুই রাজ্য বাদ দিয়ে রাজস্থানকে বেছে নেওয়ার কারণ, হিন্দি বলয়ে যে কংগ্রেস একেবারে আশা ছেড়ে দেয়নি, সেটাই বোঝাতে চাইছে দল। ২০০৪ থেকে টানা কুড়ি বছর রায়বরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন সোনিয়া গান্ধী।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News