সোনাইয়ে রহস্যজনক ভাবে মৃত্যু ১৯ দিন আগে কন্যাসন্তান জন্ম দেওয়া গৃহবধূর, মামলা

সোনাইয়ে রহস্যজনক ভাবে মৃত্যু ১৯ দিন আগে কন্যাসন্তান জন্ম দেওয়া গৃহবধূর, মামলা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল ১৯ দিন আগে কন্যাসন্তান জন্ম দেওয়া এক গৃহবধূর। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে বাপের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিকল্পিত ভাবে মহিলাকে খুন করা হয়েছে এমন অভিযোগ এনে সোনাই থানায় মামলা দায়ের করেন গৃহবধূর ভাই। ঘটনাটি সোনাই থানা অধীন স্বাধীনবাজার জিপির ধুবড়িকান্দির। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে।

মৃত মহিলার ভাই মাতাব হুসেন লস্করের বয়ান মতে, তিনি গাড়ি নিয়ে শিলং ছিলেন। সকালে তাঁর কাছে বোনের বাড়িতে থেকে একটি কল পান যে পুকুরে ডুবে বোনের মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে যান। এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এ দিকে, খবর পেয়ে বাড়ির লোকরা মেয়ের বাড়িতে পৌঁছেন। গিয়ে দেখতে পান বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি পুকুরের পারে হালিমা বেগম লস্করের নিথর দেহ চাদর দিয়ে ঢাকা রয়েছে। এবং পুকুরে একটি বালতি ও কলস ভাসছে। এমনটা দেখে তাদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দেন। মাতাব উদ্দিন বলেন, পুলিশ প্রশাসনকে খবর না দিয়ে কী ভাবে তাঁরা মৃতদেহ পুকুর থেকে তুলেন। এ ছাড়া ১৯ দিন আগে সিজার পদ্ধতিতে তার বোন হালিমা এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সিজার করা বোন কলস ও বালতি নিয়ে এত দূর থেকে জল আনতে যাওয়া মোটেই সম্ভব নয় বলে দাবি করে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে এমন অভিযোগ তুলেন। তিনি বলেন, বোনের স্বামী হাবিবুর রহমান লস্কর একজন মাদকাসক্ত যুবক। এ নিয়ে বারকয়েক সোনাই থানায় তারা অভিযোগ করেছেন।

সোনাইয়ে রহস্যজনক ভাবে মৃত্যু ১৯ দিন আগে কন্যাসন্তান জন্ম দেওয়া গৃহবধূর, মামলা

নতুন রামনগর পঞ্চম খণ্ডের গড়কান্দির বাসিন্দা সরিফ উদ্দিন লস্করের মেয়ে হালিমা বেগমের রয়েছে দেড় বছরের এক পুত্র। সরিফ উদ্দিন লস্কর বলেন, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালার স্বামী সহ পরিবারের লোকরা। এ নিয়ে তাঁরা থানার দ্বারস্থও হয়েছিলেন। অবশেষে তাঁর মেয়ে খুন করে ফেলেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁরা সোনাই থানায় মেয়ের স্বামী সহ তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে সুবিচার চান।

Author

Spread the News