সোনাইয়ে জিতল বাজার ইলেভেন
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী হল বাজার ইলেভেন। বৃহস্পতিবার ১-০ গোলে ইছারপার ছাত্র মজলিশকে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলার ৩৫ মিনিটে জয়সূচক গোলটি করেন মার্টিন। সমতায় ফিরতে জোর লড়াই করলেও ব্যর্থ হয় ইছারপার। খেলার সেরা পুরস্কার পান মার্টিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সোনাই এমসিডি কলেজের অধ্যাপক সাজান বহমদ লস্কর।
এ দিন খেলা পরিচালনা করেন ইজাজ আহমদ, প্রবীণ বর্মণ, সেলিম উদ্দিন ও আবু আব্বস। আগামীকাল খেলবে ভুট্টু এফসি ডুংনিপার ও ধোয়ারবন্দ এফসি।