সোনাইয়ে শুরু ওপেন প্রাইজমানি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী স্বাধীনবাজার
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৯ জুলাই : সোনাইয়ে শুরু হল ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। বুধবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হল স্বাধীনবাজার এফসি। ২-০ গোলে তারা হারায় পর্তোগাল এফসি-কে। খেলায় জোড়া গোল করেন জাম্বু সিংহ। গোল করেন ২২ ও ৪৮ মিনিটে। খেলায় ম্যান অব দ্যা ম্য়াচ পুরস্কার পান জাম্বু সিংহ। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাডাইস এনজিওর সভাপতি মবজ্জিল হোসেন বড়ভূইয়া

ও বিশেষ অতিথি হিসেবে বাজাজ ফাইনান্সের এজিএম মান্না লস্কর। এ ছাড়া উপস্থিত ছিলেন এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, পুর কমিশনার নুর আহমদ বড়ভূইয়া, সাজান আহমদ লস্কর, সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি তথা প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, মাতৃভূমি এনজিওর সভাপতি সিতাংশু দাস প্রমুখ।

এ দিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমদ বড়ভূইয়া, টিটু লস্কর ও জলিল আহমদ। উল্লেখ্য, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। রানার্স দল পাবে ৩০ হাজার ও ট্রফি।