সোনাই পুরসভার কাজের প্রশংসা মন্ত্রী কৌশিকের
সাড়ে তিন কোটি ব্যয়ে সোনাই পুরসভার ভবনের শিলান্যাস মন্ত্রী ও বিধায়কের_____
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সোনাই পুরসভার স্থায়ী ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনি-খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এ প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে আড়াই কোটি টাকা খরচে পুরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, সোনাইর সার্কল অফিসার মারিয়া তানিম, পুরসভার একজিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপির সভাপতি রুপম সাহা সহ ওয়ার্ড কমিশনারগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা।

এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পুরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পুরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, প্রথমবারের নির্বাচিত সোনাই পুরবোর্ড জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের নিরিখে সোনাই পুরসভার উন্নতি হয়েছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি। সোনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে বক্তব্যে জানান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোনাইর উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিধায়ক। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

