সোনাই এমএলএ কাপ দখল রাজগোবিন্দপুর এফসি’র

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : হাড্ডাহাড্ডি লড়াই করে সোনাই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের খেতাব অর্জন করল রাজগোবিন্দপুর এফসি। রবিবার সোনাই ফুটবল অ্য়াকাডেমির আয়োজিত নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ফাইনাল খেলায় টাইব্রেকারে চ্যাম্পিয়ন হল রাজগোবিন্দপুর এফসি। নির্ধারিত সময়ে ২–২ গোলে ড্র থাকে। অবশেষে টাইব্রেকারে খেলা সম্পন্ন হয়। টাইব্রেকারে রাজগোবিন্দপুর এফসি ৫–৪ গোলে জয়লাভ করে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।  বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ৫০ হাজার টাকার চেকের রেপলিকা সহ ট্রপি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন। রানার্স দলকে ২৫ হাজার টাকার চেকের রেপলিকা ও ট্রপি তুলে দেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম সহ অতিথিরা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন  মেলোরি (রাজগোবিন্দপুর এফসি)। এ ছাড়া সেরা গোলকিপার- ভালপুইয়া (রাজগোবিন্দপুর এফসি), সেরা লিংকম্যান- মিকালা (রাজগোবিন্দপুর এফসি), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- রুপেকা (রাজগোবিন্দপুর এফসি), সেরা ডিফেন্ডার- সাক্কাই লস্কর (বারিকনগর এফসি), ভবিষ্যৎ সম্ভাবনাময় খেলোয়াড়- স্কিল (বারিকনগর এফসি)। ম্যাচ পরিচালনা করেন সায়াজুল লস্কর, নসরুল আলম লস্কর, শহিদ চৌধুরী ও রাজীব আহমেদ লস্কর।

শান্তি সম্প্রীতি ও চিরাচরিত ঐক্যতা ও মাদক মুক্ত সোনাই গড়ে তোলার আহ্বান জানান বিদায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোনাই খেলার মাঠের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে শুকনো মরশুমে ক্রিকেট খেলার আয়োজনের আশ্বাস দিয়েচেন। পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম মাঠের উন্নয়নে ৪ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।

Spread the News
error: Content is protected !!