সোনাইয়ে এমএলএ কাপ ফুটবলে জয়ী এমএম বাজাজ, হ্যাটট্রিক মার্টিনের
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে বিশাল জয় পেল এমএম বাজাজ দল । বৃহস্পতিবার সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে এমএম বাজাজ দল ৫-০ গোলে হারায় সামিয়া এন্টারপ্রাইজ আরজানপুরকে। ম্যাচে হ্য়াটট্রিক গোল করেন মার্টিন (১৬, ৩৬ ও ৪৫ মিনিটে)। ৩৮ মিনিটে গোল করেন ডেভিড ও ৫৮ মিনিটে মামন। ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে এমএম বাজাজ।
ম্যাচ সেরার পুরস্কার মার্টিনের হাতে তুলে দেন মানিক কুদ্দুস লস্কর। এছাড়াও মর্যাদাপূর্ণ জুবাইর আহমেদ মেমোরিয়াল পুরস্কার জনশন-এর হাতে তুলে দেন আকতার হোসেন লস্কর। এ দিন খেলা পরিচালনা করেন শহিদ চৌধুরী, আবু আব্বাস, সিদ্দিক আহমেদ ও বিসান্ত সিং। আগামীকাল লায়লাপুর এফসি মুখোমুখি হবে ডুংরিপার এফসি।

