সোনাইয়ে দ্বিতীয় রাউন্ডে কাজিডহর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করল কাজিডহর এফসি। শনিবার তারা ৪-২ গোলে হারিয়েছে মাছখাল এফসি-কে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় দু’টি দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও গোল শূন্য থেকে যায় ম্যাচ। টাইব্রেকারে ম্যাচের মিমাংস হয়। ৪-২ গোলে জয়লাভ করে কাজিডহর। খেলার সেরা পুরস্কার পান কাজিডহর এফসির গোলকিপার রাহুল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হিরামণি চৌধুরী ও আব্দুল মজিদ চৌধুরী।
এ দিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, শামিম আহমদ বড়ভূইয়া, জাফর লস্কর ও সাহিদ আহমদ চৌধুরী।