সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেটের সূচনা
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে স্টিল কর্ণার সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর কমিশনার এস এম দিলওয়ার জাহান, বিভাশিস রায়, নেবুল ইসলাম লস্কর, রামকৃষ্ণ নাথ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সবুর আহমেদ (টুকুন) মজুমদার। ধন্যবাদ জানান সংস্থার সভাপতি জাকির মোহাম্মদ কবির (সাহার) লস্কর। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এলিভেন ওয়ান্ডার ও আর এফ ফাউন্ডেশন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।