সোনাই ধনেহরির হত্যাকাণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : সোনাই ধনেহরি খুনের ঘটনায় একজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ঘটল। ধনেহরি প্রথম খণ্ডের বড়ভূইয়ার গোষ্ঠীর দুই পরিবারের বিবাদকে ঘিরে দু’পক্ষের মারপিট হলে বুরহান উদ্দিন বড়ভূইয়া (৪৭) নামে এক ব্যক্তিকে মৃত্যু ঘটে। এই খুনের দায়ে মকলিস আহমদ বড়ভূইয়া (৩৬) যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাছাড়ের জেলা ও দায়রা জজ বিপ্রজিত রায়ের আদালত।

হত্যাকাণ্ডটি ২০১৫ সালের। বুরহান উদ্দিনদের বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে বেশ কিছুদিন ধরে মকলিসদের সঙ্গে বিবাদ চলছিল তাদের। ২০১৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় বুরহান উদ্দিন সহ তার পরিবারের লোকেরা সবজি ক্ষেতে কাজকর্ম সেরে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই তাদের উপর আক্রমণ চালানো হয়। বুরহানের ভাই রেবুল হোসেন এ নিয়ে সোনাই থানায় দায়ের করেন এজাহার। এজাহারে তিনি উল্লেখ করেন, মকলিস সহ ওই পক্ষের আলতাফ হোসেন বড়ভূইয়া, হানিফ আহমদ বড়ভূইয়া, ফারুক আহমদ বড়ভূইয়া ও আলাউর রহমান বড়ভূইয়ারা প্রথম রাস্তায় দা, লাঠি ইত্যাদি নিয়ে আক্রমণ চালান বুরহানউদ্দিন এবং তার সঙ্গে থাকা স্ত্রী ও ছেলের উপর। এরপর বাড়িতে ঢুকেও একইভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়। এতে বুরহান উদ্দিন সহ তার স্ত্রী ও ছেলের গুরুতর আহত হন।

সোনাই ধনেহরির হত্যাকাণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

বুরহান উদ্দিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ওইদিন রাতেই তাকে স্থানান্তরিত করা হয় গুয়াহাটির এক হাসপাতালে। গুয়াহাটির হাসপাতালে বুরহান উদ্দিনের মৃত্যু ঘটে। ঘটনা নিয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করে। আদালত মকলিসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে ১০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ  করতে হবে আরও ৩ মাসের কারাদণ্ড। আদালত বাকি চারজন বেকসুর খালাস করেছে।

Author

Spread the News