‘এ’ ডিভিশন প্রত্যাবর্তনের পথে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : ফের একবার এ ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে খেলার ছাড়পত্র আদায়ের ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে রাখল সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুধেন্দু পাল স্মৃতি বি ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শেষ চারের ম্যাচে বিশাল ব্যাবধানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল তারা। ফলে ফের একবার এ ডিভিশন ক্রিকেটে প্রত্যাবর্তনের জানান দিল সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইন্ডিয়া ক্লাব ময়দানে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ক্লাসমেটস ইউনিয়নকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল তারা।
এদিন টস জিতেছিল ক্লাসমেটস। তবে বিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের শুধু হতাশাই জোটে। নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ২৬২ রান করে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলের পক্ষে ইনজামুল হক মজুমদার ৬৩, আশরাফুল আলম লস্কর ৪৩, বিজয় দাস ৪০, সাহার বড়ভূইয়া ২০, আবিদ হাসান ১৯, প্রীতম বর্ধন ১৭, শহিদ আহমদ ১১ রান করেন। অতিরিক্ত ৩৫। ক্লাসমেটস ইউনিয়নের শুভঙ্কর দে এবং জাকারিয়া আহমদ তিনটি করে উইকেট পেয়েছেন। তাঁরা দেন যথাক্রমে ৩৭ ও ৪৫ রান।
রান তাড়া করতে নেমে ক্লাসমেটস ইউনিয়ন মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। তারা খেলেছে ১৫.২ ওভার। দলের পক্ষে জাকারিয়া লস্কর (২১), অভিষেক দে (১৩) এবং শুভঙ্কর দে (১১) ছাড়া কেউই দশের বেশি রান করতে পারেননি। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বোলারদের মধ্যে আবিদ হাসান ৩০ রানে ৪ উইকেট নেন। এছাড়া বিজয় দাস তিনটি, সাহার বড়ভূইয়া দুটি এবং আজাদ হুসেন লস্কর একটি উইকেট দখল করেন। ফাইনাল ম্যাচে বিজয়ী সংঘের মুখোমুখি হবে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।