সোনাইয়ে খোঁজের ভলিবল ২৩শে

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : চতুর্থবারের মতো গ্রামীণ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করছে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। অজিতকুমার সোম ও মঞ্জু সোম গ্রামীণ ভলিবল টুর্নামেন্ট শুরু হবে ২৩ জানুয়ারির নেতাজির জন্মদিনে। দু’দিন টুর্নামেন্ট শুরু হবে ওই বিকেল তিনটা থেকে। পরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর। সহযোগিতার রয়েছে সোনাই ফুটবল অ্যাকাডেমি। চ্যাম্পিয়ান দলকে পুরস্কৃত করা নগদ পাঁচ হাজার ও রানার্স দল পাবে তিন হাজার টাকা। সঙ্গে এক সেট করে জার্সি। এছাড়া প্রথম আটটি দলকে একটি করে ভলিবল দেওয়া হবে। আকর্ষণীয় পুরস্কার বেস্ট লিফটার, বেস্ট প্লেয়ার, বেস্ট প্রমিসিং প্লেয়ার।

সোমবার সাংবাদিক বৈঠকে টুর্নামেন্টের বিবরণ তুলে ধরেন খুঁজে সাধারণ সম্পাদক সজল লস্কর। উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ মাসুম আহমদ, উপ সভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, সদস্য সুরজিৎ সোম, এজিএস রেজওয়ান খান ও সদস্য জাবেদ বড়ভূইয়া। গ্রামীন খেলাধুলার বিকাশের জন্য প্রতিবছরই এই খেলার আয়োজন চলছে আগামীতেও তারা চালিয়ে যাবে বলে জানান সুরজিৎ সোম

সোনাইয়ে খোঁজের ভলিবল ২৩শে
সোনাইয়ে খোঁজের ভলিবল ২৩শে
Spread the News
error: Content is protected !!