আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটির চিত্রমেলা সম্পন্ন
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটির ২৬তম চিত্রমেলা জমজমাট ভাবে শেষ হল রবিবার। শিলচর নরসিংটোলা মাঠে আয়োজিত চিত্র মেলায় ছিল কঁচিকাচাদের অঙ্কন প্রতিযোগিতা, অঙ্কন কর্মশালা, উদীয়মান শিল্পীদের লাইভ আর্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, আলপনা প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা এবং শেষ দিন ছিল বিশিষ্ট চিত্রশিল্পীদের লাইভ আর্ট অংশগ্রহণ। অংশগ্রহন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ড. স্বপন সিনহা,কলকাতা থেকে আগত আর্ট ইউনিভার্স এর সঞ্চালক ড. অভিজিৎ রায় চৌধুরী এবং বিশিষ্ট চিত্রশিল্পী অরূপ কুমার পাল ও অন্যান্যরা। শেষ দিন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী নীলোৎপল ধর চৌধুরী, ড. অভিজিৎ রায় চৌধুরী, ড. স্বপন সিনহা, কার্যকরী সভাপতি প্রদীপ আচার্য, শ্যামল সাহা ও বিবেক আচার্য। এদিন বিবেক আচার্য-র একটি ছড়ার বই উন্মোচন করা হয়। এছাড়া ডক্টর অভিজিৎ রায় চৌধুরী এবং জয়দীপ ভট্টাচার্যকে সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো ছাড়াও আর্টফেয়ারে অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে শংসাপত্র প্রদান করা হয়। এবারের ২৬তম আর্ট ফেয়ার সফল বলে উল্লেখ করেন বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। অরুনকুমার পাল বলেন আগামীদিনে আরও ব্যাপকভাবে চিত্র মেলার আয়োজন করা হবে। ড. স্বপন সিনহা এবার-র চিত্র মেলার দর্শকদের উপস্থিতি খুব লক্ষণীয় ছিল যা একটি শুভ ইঙ্গিত বলেন তিনি।
প্রদীপ আচার্য বলেন, আগামী দিনে বরাক তথা বাইরের শিল্পীদের আরো সক্রিয় সহযোগিতা পাওয়া যাবে বলে মন্তব্য করেন। তাছাড়া এদিন বরাক উপত্যকার ৩৫ জন সাংবাদিক এবং চিল্ক চিত্র শিল্পীদের কলকাতা আর্ট ইউনিভার্স-র পক্ষ থেকে সংবর্ধণা জানানো হয়। সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য দৈনিক যুগশঙ্খ-র দেবদুলাল মালাকার, দৈনিক নববার্তা প্রসঙ্গ-র বিষ্ণুমূর্তি সিংহ, দৈনিক সাময়িক প্রসঙ্গ-র হিমু লস্কর এবং বরাক বার্তার সঞ্জীব সিং।

