সোনাইয়ে অসম গণ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধান পরিষদের উদ্যোগে অসম গণ পরিষদ (এজিপি)-এর ৪১তম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয়। দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট নেতা-কর্মীরা। এরপর শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলের প্রয়াত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর অতিথিদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে দলের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের পথচলা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। তারা কংগ্রেস ও এআইইউডিএফ-এর তীব্র সমালোচনা করে বলেন, “আগামী ২০২৬ সালের নির্বাচনে সোনাই বিধানসভা আসনে এজিপির বিধায়ক চাই।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এজিপি সোনাই পরিষদের সহ-সভাপতি নাজির হোসেন বড়ভূইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব জমিল আহমেদ বড়ভূইয়া। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি মেম্বার তথা সদ্য কংগ্রেস ছেড়ে এজিপিতে যোগদানকারী আক্তার হোসেন লস্কর। অনুষ্ঠানের নেতৃত্বে থাকা আয়েশা সুলতানা লস্কর জানান, “আজ দলের ৪১তম প্রতিষ্ঠা দিবস রাজ্যজুড়ে আনন্দ-উল্লাসের সঙ্গে উদযাপন করার কথা ছিল, বিশেষত খানাপাড়া, গুয়াহাটিতে মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু প্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে রাজ্যব্যাপী কর্মসূচি বাতিল করে জেলা ভিত্তিকভাবে সংক্ষিপ্ত আকারে পালন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এজিপি দল গঠিত হয়েছিল জাতি, মাটি ও বেটি রক্ষার অঙ্গীকার নিয়ে। ধর্মনিরপেক্ষতা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করাই দলের মূল লক্ষ্য। আমি গর্বিত এই দলের সদস্য হতে পেরে।” অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জুবিন গর্গ ও দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।