সোনাইয়ে জয়ী কাজিডহর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী হল কাজিডহর এফসি। শুক্রবার ৪-২ গোলে লোকনাথপুর জমিল এফসি ভাগাকে হারায়। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় জোড়া গোল করেন হেসমিকি। তিনি ১১ ও ১৮ মিনিটে গোল করেন। প্রথমে গোল করেন হ্যারি। ৯ মিনিটে গোল করেন হ্যারি। হামবো ৫৪ মিনিটে। লোকনাথপুরের হয়ে গোল করেন ফেলা ৩৪ মিনিটে ও শেমা ৪৮ মিনিটে। খেলার সেরা পুরস্কার পান হেসমিকি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সোনাই রেফারি ইকবাল বাহার লস্কর ও হীরা চৌধুরী।
ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, নছরুল আলম লস্কর ও আবু আব্বাস লস্কর।
আগামীকাল কোন ম্যাচ নেই। সোমবার স্বাধীন বাজার এফসি বনাম রিপন এফসি সোনাই আঞ্চলিক