সোনাবাড়িঘাটের বিশিষ্ট ব্যবসায়ী তথা ফকির সমিজ উদ্দিন লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ৪ জুলাই : সোনাবাড়িঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা ফকির সমিজ উদ্দিন লস্কর প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার রাত তিনটা নাগাদ সৈদপুর চতর্থ খণ্ডের নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি মধুমেহ রোগে ভুগছিলেন। রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ ঘরে ফিরেন। খাওয়াদাওয়া পর শুয়ে পড়েন। শেষ রাতে হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসার কোন সুযোগ না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি দীর্ঘ বছর সোনাবাড়িঘাটে বাজারে ব্যবসা করে আসছেন। তিনি সুফিবাদে আগ্রহ ছিলেন। প্রয়াত লস্কর দীর্ঘদিন থেকে কনকপুর হজরত পীর শাহকামাল খাদিমের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেন বাজার কমিটির সভাপতি সুমিন আহমদ কাঁনিয়াল ও সমসুর আহমেদ বড়ভূইয়া, ফকরুল ইসলাম মজুমদার প্রমুখ। শুক্রবার বিকেল পাঁচটা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
অকৃতদার লস্কর রেখেছেন বিবাহিত
দুই ভাই, এক বোন সহ গুণমুগ্ধদের।
