বিজেপির দখলে সোনাবাড়িঘাট জিপি, সভাপতি অমন রায়

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে সোনাবাড়িঘাট জিপিতে বিজেপির সমর্থিত সভাপতি ও সহ-সভাপতি মনোনীত হলেন। বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে সোনাবাড়িঘাট জিপি গ্রুপ সদস্যের সমর্থনে সভাপতি নির্বাচিত হন দুই নম্বর গ্রুপের সদস্যা অমন রায়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এক নম্বর গ্রুপের রিপা বেগম মজুমদার। এদিন তাদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট আধিকারিক।

উল্লেখ্য, কয়েকদিন ধরে সভাপতির কুর্সি নিয়ে দুই সদস্যের মধ্যে রশি টানাটানি চলছিল। একসময়ে অমন রায়ের বিপক্ষে থাকা মহিবুল ইসলাম চৌধুরী পাঁচজন নিয়ে এক শক্তিশালী রূপে দাঁড়িয়ে ছিলেন। সহযোগিতায় ছিলেন সোনাই বিধায়কও। কিন্তু শেষমেষ মহিবুল ইসলামের ঘর ভেঙে তিনজনকে নিয়ে যান অমন রায়। এবং ৮ জনের সমর্থনে তিনি সভাপতির আসনে বসেন। এদিন ব্লকে দুই গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী ও পুলক রায় অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। শপথ অনুষ্ঠান শেষে তাঁদের দলীয় টুপি ও উত্তরীয় দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক গোয়ালা।

বিজেপির দখলে সোনাবাড়িঘাট জিপি, সভাপতি অমন রায়
Spread the News
error: Content is protected !!