বাংলাদেশের ঘটনায় অক্সিজেন পেয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কিছু লোক : ভিএইচপি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি। স্বপ্ন অধরাই থেকে যাবে বলে হুঁশিয়ারি ভিএইচপি ও বজরং দলের। বুধবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইনশৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই সংগঠনের কর্মকর্তারা জানান, কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক গুজব ছড়িয়ে গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা দুই সংগঠনের। এই অবস্থায় কাছাড়েও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জেলায় সংঘটিত লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ,অপহরণ, ধর্ষণ ও বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি কাটিগড়ার জালাল পুরে সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন কর্মকর্তারা। যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তথাপি একের পর এক ঘটনা জেলায় সংঘটিত হচ্ছে।প্রত্যেক ধর্মে শতকরা ১০জন দুষ্টু প্রকৃতির হয়ে থাকে এবং বাকি ৯০ শতাংশ সৎ মানসিকতার হয়ে থাকে। তাহলে ৯০ শতাংশ লোক ১০ শতাংশের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না কেন বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন কর্মকর্তারা। স্কুল ও কলেজ সহ দুর্বল মানুষের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সংগঠনকেও তাঁদের কর্মপদ্ধতি ভাবতে বাধ্য হতে হবে বলে জানিয়েছেন তাঁরা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে যারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাঁদের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের কর্মকর্তারা। জেলার আইনশৃঙ্খলা সহ শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভিএইচপির পূর্ণচন্দ্র মণ্ডল ও মিঠুন নাথ।

বাংলাদেশের ঘটনায় অক্সিজেন পেয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কিছু লোক : ভিএইচপি
বাংলাদেশের ঘটনায় অক্সিজেন পেয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কিছু লোক : ভিএইচপি

Author

Spread the News