সিন্দুরায় স্নান করতে সলিলসমাধি এক বন্ধুর, তলিয়ে গেল আরেক জন

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ,২০ জুলাই : ফের জেলায় ঘটল মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিলসমাধি ঘটল এক বন্ধুর। নিখোঁজ আরও এক বন্ধু। এবার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কালাইন সিন্দুরাতে। রবিবার বেলা ২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বদরপুর ও ভাঙ্গা এলাকার মোট সাত বন্ধু কালাইন নদী পাথর কুয়ারিতে স্নান করতে এসেছিল। রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয়। নদীতে স্নান করতে গিয়ে জলশ্রুতে ভাসিয়ে নিয়ে যায় ২৪  বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষ। তাকে বাঁচানোর জন্য বন্ধু শবিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু শবিক ঝাঁপ দেওয়া মাত্রই সে নদী গর্বে তলিয়ে যায়। তখন বাকি পাঁচ বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যু কোলে ঢলে পড়ে, আর শেষ চেষ্টা করেও শবিককে উদ্ধার করতে পারিনি বন্ধুরা।

খবর দেওয়া হয় পুলিশকে শিলচর থেকে ছুটে আসে এসডিআরএফ বাহিনী। অনেক চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি শবিকের দেহ। রাত ঘনিয়ে আসাতে উদ্ধার কার্য বেশি সময় চালাতে পারেনাই এসডিআরএফ। এদিকে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে কালাইন সহ গোটা উপত্যকায়।

সিন্দুরায় স্নান করতে সলিলসমাধি এক বন্ধুর, তলিয়ে গেল আরেক জন

উল্লখ্য, গত ২৯ জুন পাঁচ বন্ধু মধুরার দয়াডিশায় ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিলসমাধি ঘটে দুই বন্ধুর। মৃতরা ছিল শিলচরের কনকপুরের বাসিন্দা নারু দত্ত (১৯) ও রাজদীপ দাস (২৩) বলে জানা গেছে।

Spread the News
error: Content is protected !!