সমাজসেবী ও ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরী প্রয়াত, শোক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : শ্রীভূমি জেলা পূর্ব কানিশাইলের বড়বাড়ি নিবাসী, করিমগঞ্জ রেলগেট মুসলিম হোটেলের স্বত্বাধিকারী, বিশিষ্ট আমদানি-রপ্তানি ব্যবসায়ী এবং সমাজসেবী ফারুক আহমেদ চৌধুরী ওরফে বাবুল মিয়া আর নেই। তিনি শনিবার শেষ রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি রেখে গেছেন এক স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কানিশাইল ও আশেপাশের এলাকা থেকে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ ছুটে আসেন তাঁর শেষ দেখা দেখতে। কানিশাইলের বড়বাড়ি প্রাঙ্গণ পরিণত হয় শোকাহত মানুষের ঢলে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কানিশাইল ডেলিটিলা ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে পড়ান করেন কানিশাইল মরকজ মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান।
জানাজায় ছিলেন এআইইউডিএফ-এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন ,চক্ষু চিকিৎসক ডাঃ শাকির আহমদ চৌধুরী, প্রাক্তন এপি সদস্য ও সমাজসেবী নজরুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত উপ-প্রধান শিক্ষক আতিকুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, হজ কমিটির সেক্রেটারি খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক একলাছুর রহমান প্রমুখ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।