সোশাল মিডিয়ায় আলাপ, দিল্লিতে এসে ধর্ষণের শিকার যুক্তরাজ্যের তরুণী, গ্রেপ্তার ‘বন্ধু’
১৩ মার্চ : ব্রিটিশ যুক্তরাজ্যের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত তরুণের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল ওই তরুণীর। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্তের সঙ্গে দেখা করতে দিল্লিতে আসেন তিনি। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুরের একটি হোটেলে তাঁরা দেখা করেন।
অভিযোগ, সেই হোটেলেই তরুণীকে ধর্ষণ করা হয়। এর পাশাপাশি হোটেলের লিফটে আরও এক তরুণ তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ওই তরুণের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। তার সঙ্গে দেখা করতে দিল্লি এসেছিলেন।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শ্লীলতাহানিতে অভিযুক্ত অপর এর তরুণকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ইতিমধ্যে ব্রিটিশ যুক্তরাজ্যের দূতাবাসে জানানো হয়েছে।
গত সপ্তাহে ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হন ইজরায়েলের এক তরুণী। কর্ণাটকের একটি খালের ধারে নির্যাতনের শিকার হন তিনি এবং সেখানকার হোমস্টের মালিক এক মহিলা। তাঁদের সঙ্গে থাকা তিন তরুণকে ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। দুজনের খোঁজ মিললেও পরে খাল থেকে একজনের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যেই এবার বিদেশি পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।