পাঁচ শিক্ষাবিদকে সংবর্ধনা সামাজিক সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ-এর
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বাড়ি বাড়ি গিয়ে একে একে শিক্ষাগুরুকে সম্মান জানোলো পাথারকান্দি সামাজিক সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ। শিক্ষক দিবসকে সামনে রেখে পাথারকান্দি এলাকার অবসরপ্রাপ্ত পাঁচ প্রবীণ শিক্ষাবিদকে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সম্মান প্রদান করে পাথারকান্দির সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চতুরঙ্গ।
এদিন সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে একটি দল পাঁচ ভাষাগোষ্ঠীর অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদদের বাড়িতে গিয়ে তাঁদের উত্তরীয়, ফুলের তোড়া ও সম্মাননাপত্র দিয়ে সংবর্ধিত করেন। সংবর্ধিত শিক্ষাবিদরা হলেন পাথারকান্দি মন্ত্রীগ্রামের সুভাষ শর্মা, কানাইবাজার হাটখলা এলাকার দীপকরঞ্জন দে, পাথারকান্দি শহরের মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইয়ুম তাপাদার, বাগাডহর এলাকার লোকেন্দ্র সিংহ, সোনাখিরা এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শিবনারায়ণ পাশী। তাঁরা প্রত্যেকেই আয়োজক সংস্থার এই মহতী উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুরজিৎ হোমচৌধুরী, সম্পাদক পীযূষকুমার দেব, নীতীশ সিংহ, সুরঞ্জন দাস, পুলক সম, সুরজিৎ সেন, মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী প্রমুখ।