শিলচরে বর্ষপূর্তি পালন করল আপনা ঘর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিচর্যাকারী পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আপনা ঘর নামক প্রতিষ্ঠান শিলচরে তাদের এক বছর পূর্ণ করল। বেঙ্গালুরুর বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা ইন্টাস ফাউন্ডেশন দ্বারা জনসেবায় চালিত এই আপনা ঘর শিলচরের মেহেরপুরে ২০২৪ সালের ১৩ মার্চ কেবল ৩ জন রোগী নিয়ে তাদের যাত্রা শুরু করে ও এই এক বছরে অন্তত ৫০০ জন রোগীকে তাদের সেবা প্রদান করে চলেছে। বুধবার কেক কাটার মাধ্যমে আপনা ঘর প্রাঙ্গণেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংস্থা তাদের প্রথম বর্ষপূর্তি পালন করল।

শিলচরে বর্ষপূর্তি পালন করল আপনা ঘর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সুপারিনটেনডেন্ট ডাঃ বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের কাউন্সিলর সাইদুল আলম, কাছাড় ক্যান্সার হাসপাতালের রিসিপশন ইনচার্জ অশিত দেব, কাছাড় ক্যান্সার হাসপাতালের জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিসি মু, সহ আরও অনেকেই। এ দিন এ ব্যাপারে সংস্থার শিলচর শাখার প্রজেক্ট অ্যাসোসিয়েট মৌমিতা দাস এবং তপোরতী দেব রায় সংস্থা সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

শিলচরে বর্ষপূর্তি পালন করল আপনা ঘর

Author

Spread the News