সারারাতের বৃষ্টির পর কিছুটা উন্নত বাতাসের মান দিল্লিতে

১৬ জানুয়ারি : দিল্লির বাতাসের গুণগত মান কিছুটা উন্নত হল সারারাতের বৃষ্টির পর। তাপমাত্রা কিছুটা বাড়ল। তবে কোথাও জল জমার ঘটনা ঘটেনি। দূষণও কিছুটা কমেছে।

বৃহস্পতিবার দিল্লির বাতাসের গুণগত মান ‘‌খুব খারাপ’‌ পর্যায়ে রয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মান (‌এয়ার কোয়ালিটি ইনডেক্স)‌ ছিল ৩৫৬।

বুধবার বিকেলের দিকে বাতাসের স্বাস্থ্য আরও খারাপ হয় এবং একিউআই দাঁড়ায় ৩৯৬এ। বৃহস্পতিবার সকালে তা দাঁড়িয়েছে ৩৫৬ তে। দূষিত বাতাসের জেরে দিল্লিতে ফিরে এসেছে গ্র‍্যাপ ফোর। আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বাতাসের একিউআই ৩৫০ পেরোলেই তৃতীয় মাত্রা এবং ৪০০ ছাড়ালে চতুর্থ মাত্রার গ্র্যাপ (জিআরএপি) কার্যকরী হবে।

দিল্লিতে ভয়াবহ দূষণের জেরে এমনিতেই একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। নবম থেকে একাদশ শ্রেণি অবধি হাইব্রিড মডেলে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কিছুদিন ধরেই প্রবল শীত, ঘন কুয়াশা, দৃশ্যমানতা কমতে কমতে একেবারে নীচে ঠেকেছে দিল্লিতে। ট্রেন চলছে দেরিতে, বদলাতে হয়েছে উড়ানের সময়। তার সঙ্গে যোগ হয়েছে দূষিত বাতাস। তবে বৃষ্টির জন্য পরিস্থিতি মন্দের ভাল হয়েছে।

Author

Spread the News