আসাম রাইফেলস এর উদ্যোগে মহিলাদের জন্য দক্ষতা বিকাশ কর্মশালার

আসাম রাইফেলস এর উদ্যোগে মহিলাদের জন্য দক্ষতা বিকাশ কর্মশালার

পিএনসি আগরতলা।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : আসাম রাইফেলস বৃহস্পতিবার আগরতলার রাধানগরে মহিলাদের জন্য এক দক্ষতা বিকাশ কর্মশালার আয়োজন করে৷ বিভিন্ন জনগোষ্ঠীর মহিলাদের মধ্যে যারা তাদের নিজ নিজ শৈল্পিক প্রতিভা উদ্ভাবন করতে আগ্রহী এবং নতুন নতুন কারুশিল্প শিখতে উৎসাহী তাদের জন্য দক্ষতা বিকাশের লক্ষ্যে এই সৃজনশীল উদ্যোগটি গ্রহণ করা হয়েছে ৷

এই কর্মশালায় মহিলাদের মোমবাতি বানানো এবং সেই সঙ্গে মডেল তৈরী করা, সুগন্ধী প্রস্তুত করা ইত্যাদি নানা ধরনের কারুকর্ম শেখানো হয়৷ মহিলারাও তাদের নিজ নিজ রুচি ও ইচ্ছা অনুযায়ী নানা আকারের মোমবাতি ও সুগন্ধী প্রস্তুত করেন৷  এছাড়া উপহার সামগ্রীর মোড়ক প্রস্তুত করা, চিরাচরিত নক্সা অনুসরণে ও ব্যবহৃত দ্রব্যাদিকে নতুন করে ব্যবহার করে নানা ধরনের সামগ্রী প্রস্তুতের কারুশিল্প শেখানোর প্রশিক্ষণ দেওয়া হয়৷

NEW FASHION

কর্মশালায় ১০ জন স্থানীয় মহিলা সহ ১৭ ব্যক্তি অংশগ্রহণ করেন৷ এই কর্মশালা ঘিরে দারুন উৎসাহ দেখা দেয় স্থানীয় লোকজন ও অংশগ্রহণকারীদের মধ্যে। কর্মশালাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস কর্তৃপক্ষ ৷

Author

Spread the News