ফের দুর্ঘটনা মহাকুম্ভে, আহত ছয় পুণ্যার্থী

৪ ফেব্রুয়ারি : ফের দুর্ঘটনা মহাকুম্ভে। এবার হট এয়ার বেলুন ফেটে গুরুতর আহত হলেন ৬ জন পুণ্যার্থী। সোমবার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখড়া মার্গের কাছে।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হট এয়ার বেলুনের বাস্কেটে চেপেছিলেন ৬ জন। খানিকটা উপরে উঠতেই হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনটি বিকট শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে পুণ্যার্থী সহ বাস্কেট মাটিতে আছড়ে পড়ে। ঘটনায় নিখিল (১৬), প্রদীপ (২৭), মায়াঙ্ক (৫০), ললিত (৩২), আমন (১৩) নামে ৫ জন আহত হয়েছেন। এছাড়া ২০ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় তরুণও আহত হন বলে খবর। ঝলসে যান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফের দুর্ঘটনা মহাকুম্ভে, আহত ছয় পুণ্যার্থী
ফের দুর্ঘটনা মহাকুম্ভে, আহত ছয় পুণ্যার্থী

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার সেক্টর ২০-র কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ৬ জনকে এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে।

প্রসঙ্গত, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে হট এয়ার বেলুন রাইড সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রাখা হয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Author

Spread the News