সিরিয়ায় ভয়াবহ গুলিবর্ষণ, ৭০ জনের মৃত্যু
৭ মার্চ : সিরিয়ার গৃহযুদ্ধে প্রবল গোলাগুলিতে প্রায় ৭০ জনের মৃত্যু হল। আক্রমণকারীরা একে অপরের সাথে লড়াই করার জন্য রকেট লঞ্চারও ব্যবহার করেছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু লাতাকিয়া প্রদেশের একটি রাশিয়া-নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছাকাছি। অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই গৃহযুদ্ধের একদিকে আসাদের সমর্থকরা ও অন্যদিকে সিরিয়ায় ক্ষমতায় থাকা এইচটিএসের যোদ্ধারা।

বৃহস্পতিবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশে আসাদপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের ওপর আসাদ অনুগত বাহিনী অতর্কিত হামলা চালায়, যার ফলে ভয়াবহ রক্তক্ষয় হয়। এ ঘটনায় বহু মানুষ হতাহত ও বন্দি হয়েছেন।
সংঘর্ষের কেন্দ্রবিন্দু লাতাকিয়া প্রদেশের একটি রাশিয়া-নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছাকাছি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সরকারি বাহিনী ব্যাপক সামরিক শক্তি সমাবেশ করে বিদ্রোহীদের দমন করতে জাবলেহ শহরের দিকে অগ্রসর হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বর্তমান ইসলামপন্থি সরকার আসাদপন্থি যোদ্ধাদের নির্মূল করতে তীব্র অভিযান চালাচ্ছে।
