অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল
৬ মার্চ : গত জুনেই ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী (Sunil Chhetri) নিজের অবসর ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত বদল করলেন কিংবদন্তি। অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল। বৃহস্পতিবার, ৬ মার্চ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে কিংবদন্তি ফুটবলারের অবসর ভেঙে বেরিয়ে আসার কথা ঘোষণা করা হয়।
এ মাসেই ভারতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে, তাতে ছেত্রীকে দেখা যাবে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে গোলশূন্য ড্রয়ের পরেই অবসর নিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার। তবে আন্তর্জাতিক স্তর থেকে অবসর নিলেও, ছেত্রী কিন্তু বেঙ্গালুরুর হয়ে এ মরশুমে ভারতীয় দলের হয়ে মাঠে ফিরছেন।’
বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭-র যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে।
