ধলাইয়ের সীতাকুণ্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী

বরাক তরঙ্গ, ১১ জুন : ধলাইয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। বুধবার দিনদুপুরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী। ঘটনাটি ধলাই থানা অধীন সীতাকুণ্ড এলাকায় ঘটেছে। রতন কৌর নামে এক ব্যক্তি তার স্ত্রী মিনা কলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মিনা কল তিন সন্তানের জননী।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতন কলকে গ্রেফতার করে। পাশাপাশি সোনাই সার্কল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। মিনার এক বোন জানান, এদিন তার শ্বশুরকে খাবার দিয়ে পিসির বাড়ির দিকে রওয়ানা দিচ্ছিল মিনা। সেসময় তার স্বামী রতন দা দিয়ে আক্রমণ করে। তারা খবর পেয়ে মিনার পাশে যেতে চাইলে দা নিয়ে দাঁড়িয়ে থাকে রতন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তবে এ হত্যাকাণ্ডের রহস্য কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

ধলাইয়ের সীতাকুণ্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
Spread the News
error: Content is protected !!