দুই বছর থেকে রংপুর প্রথম খণ্ডের জল প্রকল্পের কাজ বন্ধ, জেলাশাসকের দ্বারস্থ

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর শহরে পার্শ্ববর্তী এলাকার রংপুর প্রথম খণ্ডের পিএইচই প্রকল্পের কাজ অর্ধনির্মিত অবস্থা পড়ে রয়েছে। এ নিয়ে সরব হল প্রকল্পের পরিচালন কমিটি। সোমবার প্রকল্পের কাজটি দ্রুত সম্পন্ন করার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করে পরিচালন কমিটি ও স্থানীয় জনগণ। স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি নেহারুল আহমেদ মজুমদার বলেন, দুই বছর ধরে পিএইচই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। এতে বিশুদ্ধ পানীয়জল থেকে বঞ্চিত বৃহত্তর রংপুর প্রথম খণ্ডের লোকরা। তিনি বলেন, অনেকবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেও কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

বলেন, গত নভেম্বর মাসে কাছাড়ের জেলাশাসক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন সে সময় বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার জন্য। পরিদর্শন কালে জেলাশাসক জনগণকে বলেছিলেন একটি কমিটি গঠন করার জন্য। সেই নির্দেশ মতে জনগণ একটি কমিটি গঠন করেছিলেন কিন্তু এই কমিটি গঠন করার পরেও বিভাগীয় আধিকারিকরা কাজে হাত দেইনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। আজ বাধ্য হয়ে জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করে গুদামঘাট ওয়াটার সাপ্লাই স্কিম ম্যানেজমেন্ট অ্যান্ড সেনিষ্টেশন কমিটি। শীঘ্রই কাজ শেষ না করলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন।

দুই বছর থেকে রংপুর প্রথম খণ্ডের জল প্রকল্পের কাজ বন্ধ, জেলাশাসকের দ্বারস্থ

Author

Spread the News