রজত জয়ন্তী বর্ষ এবং হিন্দি ভবন উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত

রজত জয়ন্তী বর্ষ এবং হিন্দি ভবন উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বরাক হিন্দি সাহিত্য সমিতির রজতজয়ন্তী বর্ষ উদযাপন এবং হিন্দি ভবনের সভাগৃহ ও ছাত্রাবাসের আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হল। শুক্রবার নবনির্মিত ভবনের ফিতা কেটে সভাগৃহ ও ছাত্রাবাসের আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটনের পাশাপাশি গুণীজন সংবর্ধনার মাধ্যমে সমিতির ২৫তম বর্ষপূর্তি শুরু হয়। ১৯৯৮ সালে সমিতি গঠন হওয়ার পর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে জড়িত থাকা মানুষের স্বপ্ন পূরণ হওয়ায় সবাইকে অভিনন্দন জ্ঞাপন করার পাশাপাশি সমিতির প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। 

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, ভবন নির্মাণের জন্য সরকারি জমি বরাদ্দ করতে প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার বিশেষ অবদান রয়েছে। বিভিন্ন বাধা বিপত্তিকে পেছনে ফেলে হিন্দি ভবন বর্তমানে তার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে নতুন রূপে নির্মিত হিন্দি ভবনের ৪০টি কক্ষে ৩৬জন ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। সমিতিকে রাজ্যস্তরে ছড়াতে বরাক হিন্দি সাহিত্য সমিতি অসম করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়াও দীর্ঘ ২৫বছরের স্মৃতিতে আঁকড়ে ধরে রাখার জন্য শীঘ্রই একটি পুস্তিকা প্রকাশের সিদ্ধান্তও সভায় গ্রহন করা হয়। সকলের সহযোগিতা ও আশীর্বাদে সমিতি বরাক সহ ব্রহ্মপুত্রে আগামীতে আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে।

রজত জয়ন্তী বর্ষ এবং হিন্দি ভবন উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত

এদিন বরাক হিন্দি সাহিত্য সমিতির অধ্যক্ষ-পরমেশ্বর লাল কাবরা, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, ডাঃ অমিত কালোয়ার, সমিতির প্রাক্তন সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, সমাজসেবী তথা বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News