মণিপুরে শান্তি ফেরাতে আল্লাহর উপর ভরসা বেঙ্গলি কমিটির 

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : গাজা বা ইউক্রেনের মতো মণিপুর রাজ্যের আনাচে-কানাচে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বছর দিন ধরে জাতিদাঙ্গায় অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। ঘটছে সাধারণ মানুষের প্রাণহানিও। হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে সহায় সম্বলহীন হয়ে আশ্রয় শিবিরে রয়েছেন। অনেকেই হারিয়েছেন মা-বাবা, ভাইবোন, স্বামী বা স্ত্রী। এমতাবস্থায় রাজ্যের শান্তি ফেরাতে আল্লাহর উপর ভরসা করছে জিরিবামের বাঙালি মুসিলমরা।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কাছিমপুর মাদ্রাসায় এক দোয়া ও শিরনি মহফিলের আয়োজন করা হয়। এই মহফিলে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া ভাগাডহরি। সঙ্গে ছিলেন জিরিবাম কাছিমপুর মাদ্রাসার হেড মওলানা তমিজ উদ্দিন। মহফিলের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিরিবাম ইউনাইটেড বেঙ্গলি কমিটির আহ্বায়ক আব্দুর রৌফ। এই মহফিলে মণিপুর রাজ‍্যে শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া। এই মহফিলে জিরিবামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ বাঙালি মুসলিম মানুষ উপস্থিত থেকে আল্লাহর কাছে মণিপুর রাজ‍্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। মণিপুর রাজ‍্যে ঐক্য, শান্তি, সংহতি যেন আবারও কায়েম হয় সেই কামনা করে আল্লাহর দ্বারস্থ হয়েছেন মানুষ। 

মণিপুরে শান্তি ফেরাতে আল্লাহর উপর ভরসা বেঙ্গলি কমিটির 

Author

Spread the News