সিঙ্গাপুরে IAMCR-র আন্তর্জাতিক সম্মেলনে শিলচরের নীলোৎপল, কুড়লেন প্রশংসা

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সিঙ্গাপুরে অনুষ্ঠিত IAMCR ২০২৫-এর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণাপত্র ও আলোকিত উপস্থাপনার মাধ্যমে নজর কেড়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক তথা শিলচরের বাসিন্দা নীলোৎপল ভট্টাচার্য। চার দিনের সম্মেলনে তাঁর একের পর এক প্রবন্ধ ও বিশ্লেষণী বক্তৃতা প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশের শিক্ষাবিদ ও গবেষকদের। এতে গর্বিত শিলচর সহ গোটা অসম।

আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের পিএইচডি গবেষক নীলোৎপল, যাঁর গাইড হিসেবে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ড. পারমিতা দাস, তাঁর বুদ্ধিদীপ্ত যাত্রা শুরু হয়েছিল মূল সম্মেলনের আগেই। ১২ জুলাই সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত IAMCR-এর প্রিকনফারেন্সে তিনি প্রথম তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন — ‘Big Tech and Global Influence: Rethinking CSR, Soft Power, and Strategic Communication in a Digital World’ শীর্ষক এই আলোচনাতেই স্পষ্ট হয়ে যায়, তিনি এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে।

এরপর মূল সম্মেলনে, যা অনুষ্ঠিত হয়েছিল নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি ও উই কিম উই স্কুল অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনে, তিনি ড. পারমিতা দাসের সঙ্গে যৌথভাবে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন , ‘Big Tech as Soft Power Infrastructure: A Comparative Study of China’s Platform-Specific Digital Public Diplomacy in South Asia’। এই গবেষণায় চিনের কৌশলগত ডিজিটাল কূটনীতির অন্তর্লীন বিশ্লেষণ নিয়ে উপস্থিত বুদ্ধিজীবী মহলে জোরালো আলোড়ন ওঠে।

কিন্তু নীলোৎপলের আসল কৃতিত্ব উদ্ভাসিত হয় ১৭ জুলাই, সম্মেলনের শেষ দিনে। সেদিন তিনি এক নয়, দু’টি পৃথক প্রবন্ধ এককভাবে উপস্থাপন করে শোনান তাঁর চিন্তার গভীরতা ও বিশ্লেষণের তীক্ষ্ণতা। প্রথমে, ‘Digital Activism for Climate Action: A Netnography Study of Indian Green Activists on Instagram’ শীর্ষক গবেষণায় তিনি ব্যাখ্যা করেন কীভাবে ভারতের পরিবেশকর্মীরা ইনস্টাগ্রামকে হাতিয়ার করে জলবায়ু আন্দোলনের নতুন ভাষা তৈরি করছেন।

সেদিন বিকেলে তাঁর দ্বিতীয় একক প্রবন্ধ — ‘Ink on Walls, Fire in the Streets: Graffiti’s Role in Shaping Political Resistance and Disrupting Authoritarian Narratives’  হলে উপচে পড়া ভিড়ের মধ্যে শ্রোতাদের মুগ্ধ করে। দেওয়ালের গ্রাফিতি যে কেবল শৈল্পিক প্রকাশ নয়, বরং দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক তীক্ষ্ণ অস্ত্র, তা তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তোলেন তাঁর প্রবন্ধে।

সিঙ্গাপুরে IAMCR-র আন্তর্জাতিক সম্মেলনে শিলচরের নীলোৎপল, কুড়লেন প্রশংসা
Spread the News
error: Content is protected !!