শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে চুরি, উত্তেজনা, অবরোধ
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।
চোরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রীসহ শনি দেবতার প্রতিমার কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শুধু চুরি নয়, প্রতিমা ভাঙচুর করে মারাত্মক ক্ষতিসাধনও করে তারা। শনি দেবতার প্রতিমার দুই হাত ভেঙে দেওয়ার পাশাপাশি মন্দিরের ভেতরের বহু সামগ্রী নষ্ট করা হয়।

শনিবার সকালে পূজা দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করে।
ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। স্থানীয় এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শুধু চুরি নয়, আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত। পুলিশের উদাসীনতার কারণেই একই ঘটনা বারবার ঘটছে।”

আরেকজন স্থানীয় বাসিন্দার মন্তব্য, “মন্দিরে সিসিটিভি থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটছে রাতে নিরাপত্তা জোরদার করা জরুরি। না হলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে।”

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর সদর থানার ওসি অমৃত সিং। তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন যে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের পাকড়াও করা হবে। পুলিশের আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।