আসাম হারলেও শিরোনামে শিলচরের দিবাকরের পাঁচ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : রনজি ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে রীতিমতো খাবি খেলো আসাম। মুম্বাইয়ে আয়োজিত এই ম্যাচে ঘরোয়া দল এক ইনিংস ও ৮০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় দিনেই ম্যাচ জিতে নেয়। তবে এরই মধ্যে শিলচরের পেসার দিবাকর জোহরি পাঁচ উইকেট তুলে নিয়ে নিজের ফার্স্ট ক্লাস ক্রিকেট অভিষেক স্মরণীয় করে রাখলেন। ৭৪ রানে ৫ উইকেট নেওয়ার পথে তিন তিনজন আন্তর্জাতিক ক্রিকেটারকে আউট করেন দিবাকর। শুক্রবার তিনি পৃথ্বী শো-কে এলবিডাব্লু করেছিলেন। এছাড়া অজিঙ্ক রাহানেকে বোল্ড আউট করেন।

শনিবার সকালেই আরেকটি বড় মাছ ধরলেন দিবাকর। তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে উইকেট কিপার সুমিতের হাতে কট বিহাইন্ড করান। এছাড়া তানুশ কোটিয়ান এবং তুষার দেশপাণ্ডের উইকেট‌ও তুলে নেন শিলচরের ইন্ডিয়া ক্লাবের এই ডানহাতি পেসার। শিলচরের স্পিনার রাহুল সিং নিয়েছেন দুই উইকেট। আসাম দল দ্বিতীয় ইনিংসে একটু উন্নতি করে ১০৮ রান করতে সক্ষম হয়। তবে ইনিংস পরাজয় বাঁচাতে পারেনি। পারভেজ মুশাররফ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন। তিনি করেন ৫ রান। অভিষেক ঠাকুরি করেন মাত্র ১৬ রান।

Author

Spread the News