যোগ শিক্ষার প্রসারে ত্রিপুরার এমবিবি  ইউনিভার্সিটিতে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থান

শারীরিক-মানসিক বিকাশে একসঙ্গে কাজ করার আগ্রহ উপাচার্য বিভাসের

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : নাগাল্যান্ডের পর এবার যোগ শিক্ষার প্রচার-প্রসারে ত্রিপুরায় গেলেন শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের প্রতিনিধিরা। আগরতলার  মহারাজা বীর বিক্রম (এমবিবি) ইউনিভার্সিটিতে ২৮ জুলাই, সোমবার বিকেলে যোগ শিক্ষা প্রমোশন শীর্ষক  আলোচনায় অংশ নিলেন শিলচর নিরাময় সহ ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ও পরমানন্দ যোগ-এর পদাধিকারী।  বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই আলোচনায় সভায় পৌরোহিত্য করেন উপাচার্য ড. বিভাস দেব। ছিলেন রেজিস্ট্রার ড. সুমন্ত চক্রবর্তী,  কন্ট্রোলার জ্যোতিপ্রসাদ দেববর্মা, ড. অনুজ কাঞ্চন দত্তরায়, ড. দেবদত্ত আদক, ড. রুনু ধর, ড. ঝুমা মজুমদার, ড. রাকেশ রায়, রেবেকা  দেববর্মা প্রমুখ। নিরাময় ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের তরফে ছিলেন ডিরেক্টর ও উত্তর-পূর্বের জোনাল হেড শতাক্ষী  ভট্টাচার্য, লিগ্যাসি পার্সন সহ নিরাময়ের “যোগ বন্ধু” সদস্য পল্লব কান্তি দেব, পরমানন্দ যোগ-এর প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের উত্তর-পূর্বের রিজিওনাল ডিরেক্টর দিব্য গীতানন্দ। নিরাময় সহ বাকি যোগ প্রতিষ্ঠানগুলোর তরফে এ দিন যোগ শিক্ষার প্রচার-প্রসারে অবদানের জন্য উপাচার্য ড. বিভাস দেব ও  বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক সহ “গ্লিম্পসেস অব নিরাময়” তুলে দেওয়া হয়।

যোগ শিক্ষার প্রসারে ত্রিপুরার এমবিবি  ইউনিভার্সিটিতে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থান

ড. বিভাস দেব বলেন, এমবিবি  বিশ্ববিদ্যালয় বরাবরই ইতিবাচক ও গঠনমূলক ভাবনায় বিশ্বাসী। তাই,  নিরাময়ের সঙ্গে মিলে  সঠিক যোগ শিক্ষার আলো পড়ুয়া সহ শিক্ষক-অশিক্ষক কর্মীদের মধ্যে পৌঁছে দিতে আগ্রহী। তাছাড়া, এই যোগ প্রক্রিয়ার  মাধ্যমে যাতে সমাজের বিভিন্ন স্তরের লোক সুস্থ মন-শরীর গড়ে তুলতে পারে, এই ভাবনাও রয়েছে। ইতিমধ্যে গ্রামাঞ্চলে এ সব নিয়ে কাজও করছে এনএসএস শাখা। আগামী দিনে নিরাময়ের সঙ্গে সম্পর্ক হলে যোগ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধার রাস্তা খুলে যাবে। পাশাপাশি এই ক্ষেত্রের কাজ আরও মসৃণ গতি পাবে, বিশ্বাস প্রকাশ করেন উপাচার্য বিভাস।

যোগ শিক্ষার প্রসারে ত্রিপুরার এমবিবি  ইউনিভার্সিটিতে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থান

বক্তব্য পেশ করেন রেজিস্ট্রার ড. সুমন্ত চক্রবর্তীও। দেশ-বিদেশে সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে নিরাময় ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের বিবরণ তুলে ধরেন শতাক্ষী ভট্টাচার্য। এতে কর্মশালা, সচেতনতা প্রোগ্রাম, সার্টিফিকেশন, মেয়েদের বিশেষ যোগ প্রোগ্রাম সহ আরও বহু কর্মসূচির বিষয় উঠে আসে। এমবিবি বিশ্ব বিদ্যালয়ের যোগ বিষয়ক প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করেন ড. দেবদত্ত। সবশেষে সিদ্ধান্ত অনুযায়ী কিছু কর্মপন্থাও নির্ধারণ করা হয় সভায়।

যোগ শিক্ষার প্রসারে ত্রিপুরার এমবিবি  ইউনিভার্সিটিতে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থান
Spread the News
error: Content is protected !!