উচ্ছেদ : শিলচরেও অসম সরকারকে ধন্যবাদ জানাতে বিশাল পদযাত্রা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সরকারি জমি দখল মুক্ত করায় বিজেপি কাছাড় জেলা কমিটি ও অসমপ্রেমী সমাজের যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল পদযাত্রার মাধ্যমে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানানো হয়। রাজ্যে সরকারি ভূমি, সংরক্ষিত বনাঞ্চল, জলাশয়, পিজিআর, ভিজিআর সহ ধর্মীয় ও ঐতিহাসিক অঞ্চল গুলোকে দখলমুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতেই এই বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইটখোলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গোলদিঘি মলের সামনে জমায়েত হয়।

সেখানে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।
