শিলচরে গাঁজা উদ্ধার, বাজেয়াপ্ত দু’টি বাহন, গ্রেফতার ৩ পাচারকারী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুন : তিন কোটি টাকার গাঁজা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। কাছাড় জেলা সিনিয়র পুলিশসুপার নোমল মাহাতো জানান, কাছাড় পুলিশ সোমবার রাতে শিলচর বাইপাসের কাছে আইএসবিটিতে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে অভিযানের সময় ত্রিপুরা থেকে আসা একটি বলেরো এবং একটি ভার্না বাহনের গতিরোধ করে তল্লাশির চালায় কাছাড় পুলিশ। তল্লাশিতে দু’টি গাড়ির ভেতরে লুকানো ৫৭৬.৫৮ কেজি ওজনের ৮৬ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। কালোবাজারে গাঁজার মূল্য ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ তিন পাচারকারীকে গ্রেফতার সহ গাঁজা ও বাহন দু’টি বাজেয়াপ্ত করে। গ্রেফতারকৃত পাচারকারীরা হল জ্যোতিষ দেববর্মা (৩৮), বাড়ি পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুরের উত্তর দাসঘরির রামশঙ্কর পাড়ায়,  প্রসান দেববর্মা (৩২), বাড়ি পশ্চিম ত্ৰিপুরার জিরাণিয়া অজিন্দ্ৰ বাজারের রহি সদর পাড়া এবং চিরঞ্জিত দেববৰ্মা (৩১), বাড়ি পশ্চিম ত্ৰিপুরা, সিতাই মোহনপুর, সোনারাম বাজার, বরামদাস ঠাকুরপাড়ায়।

শিলচরে গাঁজা উদ্ধার, বাজেয়াপ্ত দু'টি বাহন, গ্রেফতার ৩ পাচারকারী

তিনি জানান, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে পরীক্ষা করার সময় মাদক শনাক্তকরণ কিটে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাঁজাগুলো ত্রিপুরার ধর্মনগর থেকে পাচার করা হয়েছিল। এই ঘটনার আরও তদন্ত চলছে বলে সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন।

শিলচরে গাঁজা উদ্ধার, বাজেয়াপ্ত দু'টি বাহন, গ্রেফতার ৩ পাচারকারী
Spread the News
error: Content is protected !!