শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে ভাঙচুর

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : ভাঙচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে। এছাড়া রেস্টুরেন্টের রিসিপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় স্বত্বাধিকারী ডাঃ জেপি দাসের গাড়িতেও। ডাঃ দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা।

রিসিপশনিস্ট শর্মিলা দাস জানান, মারধর ও ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশেই থাকা ডাঃ জে পি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেল্প স্পা-র পাঁচ মহিলা কর্মী। তার বয়ান অনুযায়ী, ওই পাঁচজন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন। সিসিটিভির ফুটেজে‌ ব্যাপারটা ধরা পড়ার পর তিনি ডাঃ দাসকে জানান। এতে ডাঃ দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন। এর প্রতিহিংসা মেটাতে পরবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি ভাঙচুর চালান।

শর্মিলা দাস আরও জানান, ভাঙচুরকারীরা জেনো হেল্থ স্পাতে মালিশ করে থাকেন। মালিশ করাতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে।তিনি পাঠিয়ে দেন স্পা-র কর্মীদের কাছে।কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না।কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা হয় তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না। তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে যান। কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন। তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয়।

ডাঃ দাসও বলেন, ভাঙচুরকারীরা তার প্রতিষ্ঠানের কর্মী। মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন।

Spread the News
error: Content is protected !!