শিলচর শঙ্কর মঠ ও মিশনে দু’দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে পালিত হয়
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সোনাই মহাপ্রভু সরণিস্থিত শিলচর শঙ্করমঠ মঠ ও মিশনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দু’দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে পালিত হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশনে বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। কীর্তন, ভজন এবং কৃষ্ণ লীলা পরিবেশন করা হয়। রবিবার দুই দিনব্যাপী জন্মাষ্টমী উদযাপনের পারনা উপলক্ষে দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়
শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, ভগবান শ্রীকৃষ্ণ হলেন সকল সম্ভাবনার প্রতীক, মানুষের সকল দিকের পূর্ণ বিকাশ এবং ঐশ্বরিকতার প্রতীক। কৃষ্ণের ব্যক্তিত্বকে প্রকৃত অর্থে বোঝা খুবই কঠিন। ঋষিরা তাঁকে ঐশ্বরিকতার পূর্ণ রূপ, সামগ্রিকতা বলে অভিহিত করেছিলেন, কারণ একজন মানুষ যা কিছু হতে পারে তা সবই কৃষ্ণের মধ্যেই নিহিত। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ, সভাপতি রঞ্জিত মিত্র, সহ-সভাপতি রামু দেবনাথ, সম্পাদক বিপ্লব দে, সুমন মিত্র, নিউটন মিত্র, কাবুল মিত্র, প্রণব দত্ত, রতন দে, বিউটি দে, ইন্দ্রজিৎ দাস, শিখা দে, তুলি দে, সঙ্গীতা দাস, সৃষ্টি পাল, সঙ্গীতা মিত্র, ঋত্বিকা রায় প্রমুখ।