শিলচর রাধামাধব কলেজে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমনের চেষ্টা, উত্তপ্ত পরিস্থিতি

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজের ভেতরে ঢুকে ছাত্রীকে  অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালালো এক যুবক। শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের যুবকটিকে ছাত্রছাত্রীরা আটক করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ শিলচর রাধামাধব কলেজে।

এ ঘটনায় কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতির দেখা দেয় এবং রাঙ্গিরখাড়ি ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতিকে সামাল দেয় ও ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়।জানা সূত্রে এরমধ্যে অভিযুক্ত শিবম দেবের সঙ্গে থাকা কিছু মহিলা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধর করেন বলে অভিযোগ।

ছাত্ররা জানান, বেশ কয়েক মাস থেকে কলেজে ছাত্রী একই পাড়ার যুবক শুভম নানা ভাবে হয়রানি করছিল। এবং নানা হুমকিও দেয়। মঙ্গলবার শুভম কলেজে ঢুকে পড়ে। তার হাতে তরল জাতীয় কিছু ছিল। ছাত্ররা তাকে ধরতে গেলে সে এসব ডাস্টবিনে ফেলে কমনরুমে ঢুকে পড়ে। এরপর হুলস্থুল শুরু হয়। এ অবস্থায় কয়েকজন মহিলা এসে কলেজের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করেন। এতে একজন ছাত্রীর পোশাকও ছিঁড়ে যায় বলে জানান তাঁরা। পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Spread the News
error: Content is protected !!