শিলচর পুর নিগমের খসড়া ভোটার তালিকা প্রকাশ

নাগরিকদের তথ্য যাচাই ও আপত্তি ও দাবি দাখিলের আহ্বান

জনসংযোগ, শিলচর।    
বরাক তরঙ্গ, ১৯ জুন : শিলচর পুর নিগম নির্বাচন ২০২৫ উপলক্ষে ভোট গ্রহণ প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ পর্বে বুধবার  কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওয়ার্ড নম্বর ১ থেকে ৪২ পর্যন্ত খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শুরু হল নির্বাচনী প্রক্রিয়ার সূচনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার এক সুদৃঢ় প্রচেষ্টা।

এই খসড়া তালিকাটি অসম পুর নিগম নির্বাচন বিধি, ২০২২-এর বিধি ৫ থেকে ১০ অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। এটি ১ জানুয়ারি, ২০২৫ তারিখে সংশোধিত বিধানসভা ভোটার তালিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, যা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পাদিত হয়েছে।

শিলচর পুর নিগমের খসড়া ভোটার তালিকা প্রকাশ

নাগরিকদের সুবিধার্থে, এই খসড়া ভোটার তালিকা অফিস খোলা থাকার সময়ে একাধিক স্থানে পর্যবেক্ষণের জন্য উপলব্ধ রাখা হয়েছে। এই স্থানগুলির মধ্যে রয়েছে, কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়, শিলচর পুর নিগম কার্যালয়, নিযুক্ত রেজিস্ট্রেশন অফিসারের অফিস, পুর এলাকার অন্তর্গত প্রতিটি থানার কার্যালয়, OERMS পোর্টাল এবং কাছাড় জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট। এছাড়াও, নাগরিকরা নিজ নিজ এলাকার বুথ লেভেল অফিসার (BLO)-এর সহায়তায়ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি ও আপত্তি দাখিলের শেষ তারিখ ২৬ জুন, ২০২৫। এই দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে ৫ জুলাই, ২০২৫-এর মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৮ জুলাই, ২০২৫ তারিখে।

শিলচর পুর নিগমের অধীনস্থ সমস্ত যোগ্য নাগরিকদের আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা খসড়া তালিকায় নিজের নাম ও তথ্য সঠিকভাবে যাচাই করেন এবং প্রয়োজনে নির্ধারিত ফর্মে দাবি বা আপত্তি দাখিল করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও আগামী পুর নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Spread the News
error: Content is protected !!